আমি যদি

মোসা: রতনা খাতুন

আমি যদি বৃষ্টি হতাম

          ভিজিয়ে দিতাম তোমারকে

আমি যদি আকাশ হতাম

         ঢেকে, রাখতাম তোমাকে।।

আমি যদি ঝর্ণা হতাম

        বয়ে নিয়ে যেতাম তোমাকে সাগরে

আমি যদি রংধনু হতাম

       রাঙিয়ে দিতাম তোমাকে সাত রং এ।।

আমি যদি রাত হতাম

       অন্ধকারে ঢেকে রাখতাম তোমাকে,

 দিনের আলো পড়তে দিতাম না তোমার গায়ে।।

আমি যদি শাড়ি হতাম

          পেচিয়ে পেচিয়ে জড়িয়ে রাখতাম তোমাকে

আমি যদি নদ হতাম

          নদী বানিয়ে রাখতাম তোমাকে আমার কাছে।।

আমি যদি চাঁদ হতাম

         জোসনা বানিয়ে রাখতাম তোমাকে

আমি যদি কঠোর হতাম

        শাসন করতাম তোমাকে।।

আমার যদি মন খারাপ হয়,

       মন ভালো করার ঔষধ বানাতাম তোমাকে

আমার যদি অধিকার থাকতো

     আমি ভালোবাসতাম তোমাকে।।।

স/র