“আমি এক করুন অক্ষাংশ”

আপেল মাহমুদ অপু

আমি কি তোর ফেইসবুকের
পুরোনো সেই পাসওয়ার্ড ?
নাকি ফেলে দেয়া এক ময়লা খামে
জড়ানো কোনো ঈদ কার্ড ?
আমি কি প্রখর রৌদ্রে ডিসের তারে
বসে থাকা এক দাঁড়কাক ?
নাকি কাঁদা মাখা এক মেঠো পথ
আমি প্রতি পদে যা নেয় বাঁক ?
আমি কি তোর কষ্টমাখা ক্লান্ত দেহের
ঝড়ে পড়া ঘাম বিন্দু ?
নাকি ধূসর মরুভুমিতে শুকিয়ে যাওয়া
কলকল জলের সিন্ধু ?
আমি কি পিচ ঢালা পথে
জমে থাকা সিলিকেট কণার স্তর ?
নাকি কোষঝিল্লীর কাইটিন আর
প্রোটিনমাখা দ্বিস্তর ?
আমি কি তোর চোখ মুখ ফোলা
লোহিত বর্ণের ভয়ংকর সেই রাগ ,
নাকি সাদা জামাতে চায়ের লিকারে
পড়ে যাওয়া ভূল দাগ ?
আমি কি পদার্থ গঠনে স্বীকৃতি পাওয়া
নিউটনের ভূল সূত্র ?
নাকি কাঠফাটা রোদের সংকেত আনা
জ্বালাময় এক ভাদ্র ?
আমি কি তোর হৃদয় পটে
অঙ্কিত কোনো ভালোবাসার উল্কি ?
নাকি গাঁয়ের পথে পেয়াদা কাঁধে
চলে যাওয়া পালকি ?
অদ্ভুদ আমি , কালো ছায়া এক ,
নাকি পাতিলের পোড়া অংশ ?
আমায় নিয়েই জনে জনে
কেনো ঘটে এত ধ্বংস ?
আগুন নই আমি , নই ফেলনা ,
আমি তো বাস্তবতার এক করুণ অক্ষাংশ।!!