আমার ভাই কবরে, খুনি কেনো বাইরে?

নিজস্ব প্রতিবেদক:

‘আমার ভাই কবরে খুনি কেনো বাইরে’ ‘নিয়ে যা তোর স্বাধীনতা ফিরিয়ে দে আমার ভাই বোনের জীবন’ সড়কে আর লাশ নয় নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি প্লে-কার্ডে এই ধরণের বিভিন্ন স্লোগান নিয়ে রাজশাহীতে বিক্ষোভ মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় নিরাপদ সড়ক চাই এই স্লোগানে বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে বিভিন্ন প্লে-কার্ড দেখা যায়। এতে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী ফাহিম সিল্কসিটিনিউজকে বলেন, সুষ্ঠভাবে তাদের বিক্ষোভ ও মানববন্ধন চলছে। এছাড়া সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছে কিছু শিক্ষার্থী।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম সিল্কসিটিনিউজকে বলেন, শিক্ষার্থীসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ রয়েছে। সুষ্ঠভাবে শেষ করার লক্ষে। 

অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার দেশের সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রাজধানীর কুর্মিটোলায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চলমান ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজশাহীতেও। এর অংশ হিসেবে রাজশাহীতে শিক্ষার্থী বিক্ষোভ মানববন্ধনের ডাক দিয়েছে। এতে রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। 

 

স/আ