বুধবার , ৯ নভেম্বর ২০১৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘আমাদের গণতন্ত্র সবসময়ই পুরুষদের পক্ষে’

Paris
নভেম্বর ৯, ২০১৬ ৮:৪৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সব সময়ই ‘হল্লাবাজ ও পুরুষদের পক্ষে’ বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরপর বারাক ওবামা এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

 

নিউ ইয়র্ক সিটিভিত্তিক আমেরিকান প্রাইভেট মিডিয়া কোম্পানি ‘বাজফিড’-কে দেওয়া ওই ভিডিও বার্তায় ওবামা বলেন, ‘আসুন এটি (ডেমোক্র্যাটদের পরাজয়) মেনে নিই। এটি ছিল আমাদের জন্য ক্লান্তিকর, উদ্বেগপূর্ণ ও পুরোপুরি বিপরীত ফলাফলের একটি নির্বাচন। তবে আমি সবাইকে জানাতে চাই যে, আমরা নতুন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে যাচ্ছি। তবে যেটি নতুন নয়, সেটি হলো আমাদের গণতন্ত্র সব সময়ই হল্লাবাজ ও পুরুষদের পক্ষে।’

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ওবামা। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে, যাই ঘটুক না কেন আগামীকাল সকালে সূর্য উঠবে এবং আগামীকালও আমেরিকা পৃথিবীর সবচেয়ে মহান রাষ্ট্র হিসেবেই বিবেচিত হবে।’

 

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প।

 

সর্বশেষ - আন্তর্জাতিক