‘আমাদের কোহলির মতো ব্যাটসম্যান নেই’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ দিনে হেরেছে বাংলাদেশ। তবে ভারতের বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান বাংলাদেশ দলে থাকলে হায়দরাবাদ টেস্টে হারতে হতো না বলে জানালেন অধিনায়ক মুশফিকুর রহিম।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা মুশফিকের কাছে জানতে চান, কোহলির ব্যাটিং কৌশল জানা থাকলে তারা হার এড়াতে পারত কি না? জবাবে মজা করে মুশফিক বলেন, ‘আপনার যদি কোহলির মতো মৌলিক কৌশল জানা কোনো ব্যাটসম্যান থাকত, তাহলে তাকে দিয়ে আপনি টেস্টে গড়ে ৫০-এর বেশি রান তুলে নিতে পারতেন। আর তাহলে আপনাকে শেষ দিনে সাতজন ব্যাটসম্যানকে ব্যবহার করতে হতো না। প্রথম চারজনই ম্যাচ ড্র করার জন্য যথেষ্ট হতো।’

 

বাংলাদেশ দলে কোহলির মতো বিশ্বমানের একজন ব্যাটসম্যানের অভাব অনুভব করে মুশফিক বলেন, ‘দুর্ভাগ্য যে আমাদের দলে কোহলির মতো কোনো ব্যাটসম্যান নেই।’

 

নিজেকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মনে করেন কি না? এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘আমার গড় ৩৩ কিংবা ৩৪ এর বেশি নয়। কীভাবে আমি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হতে পারি। তবে যদি আপনি ২ বা ৩টি ভূমিকা পালন করতে পারেন তাহলে ম্যানেজমেন্ট আপনার ওপর আস্থা রাখতে পারে। তাই তিন সেক্টরেই আমাকে ভালো করতে হবে। যদি আমি ভালো করতে না পারি, তবে আমার ভবিষ্যত বোর্ডই দেখবে।’

 

সূত্র: রাইজিংবিডি