আমাজনের আগুনের ধোঁয়ায় ফুটবল ম্যাচ বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জ্বলছে ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত ব্রাজিলের আমাজন। পুড়ে ছাই হচ্ছে মাইলের পর মাইল। ধীরে ধীরে আরও ভয়াবহ হয়ে উঠছে আগুন। আশপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এর ধোঁয়া।

রিও ব্রাঙ্কোর এক স্টেডিয়ামে এ দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় একটি ফুটবল ম্যাচ বন্ধ করতে হয়। খেলোয়াড়রা শ্বাস ফেলতে পারছিলেন না। ফলে তাড়াহুড়ো করে মাঠ ছাড়েন তারা।

ব্রাজিলের তৃতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয় অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো ও লুভেরডেন্স। ম্যাচ গড়াতেই পুরো স্টেডিয়াম ধোঁয়ায় ছেয়ে যায়। ফলে প্রায় ৭ মিনিট খেলা বন্ধ থাকে।

এ ধোঁয়া স্টেডিয়ামে কীভাবে এলো তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কারণ সেখান থেকে আমাজন বেশ দূরে। ম্যাচ শুরুর আগে প্র্যাকটিসের সময় এর কোনো আলামত ছিল না।

অবশ্য শুরু থেকেই নানা ঝামেলায় জর্জরিত ছিল ম্যাচটি। অ্যাম্বুলেন্সের অভাবে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। ম্যাচ শুরুর ৬ মিনিট পর আবার ধোঁয়ার কারণে বন্ধ রাখতে হয়।

শেষ পর্যন্ত এ ম্যাচ সম্পন্ন হয়েছে। তাতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষে হাসি হেসেছে অ্যাটলেটিকো। লুভেরডেন্সকে ৩-২ গোলে হারিয়েছে তারা।