মঙ্গলবার , ১০ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আমলকীর যাদুকরী ফেসপ্যাক

Paris
জুলাই ১০, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়মিত কাঁচা আমলকী খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে তা তো আমরা সবাই জানি। কিন্তু  আমলকীর ফেসপ্যাকও ত্বকের জন্য খুবই উপকারি। যা দ্রুতই ত্বক সুন্দর করে তুলবে। বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে থাকা উপকারি ফ্যাট, ভিটামিন এ, সি, ডি, ই, কে, বি ১২ এবং ক্যালসিয়াম ত্বকের পুষ্টির ঘাটতি দূর করে। শুধু তাই নয়, এতে থাকা আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাসিয়াম-ও নানাভাবে ত্বকের পরিচর্যা করে থাকে। তবে এখনই জেনে নিন ফেসপ্যাক গুলো সম্পর্কে……

১. আমলকী এবং হলুদ গুঁড়ো
পক্স এবং ব্রণর দাগ কমাতে আমলকী এবং হলুদ গুঁড়ো মিশিয়ে বানানো ফেসপ্যাক মুখে লাগাতে শুরু করুন।

৩ চা চামচ আমলকী পাউডার
১ চা চামচ হলুদ গুঁড়ো
২ চা চামচ লেবুর রস

সবকটি উপাদান মিশিয়ে নেয়ার পর পেস্টটি মুখে লাগিয়ে কম করে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। সপ্তাহে একবারও যদি ত্বকে ব্যবহার করেন খুব তাড়াতাড়ি ফল পাবেন।

২. পেঁপে এবং আমলকী
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেসপ্যাকটি উপকারি।

২ চা চামচ আমলকী গুঁড়ো
২ চা চামচ পেঁপে, পেস্ট করা
পরিমাণ মতো কুসুম গরম পানি

সব ভাল করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এটি ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

৩. আমলকী, দই এবং মধু
ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করতে এটি ব্যবহার করতে পারেন।

২ চা চামচ আমলকী পাউডার
১ চা চামচ মধু
১ চা চামচ দই

সবকটি উপাদান ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর পেস্টটি মুখে লাগিয়ে কম করে হলেও ১০-২০ মিনিট অপেক্ষা করতে হবে সময় হয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

সর্বশেষ - লাইফ স্টাইল