আবারো ইনজুরিতে দেম্বেলে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে আরেকবার ধাক্কা খেল বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এই চোটের কারণে গত মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন এই ফরাসি তারকা।

রোববার এক বিবৃতিতে বার্সা জানায়, ডান ঊরুতে চোট পেয়েছেন দেম্বেলে। তবে তার সেরে উঠতে কতদিন লাগতে পারে তা জানায় নি কাতালান ক্লাবটি।

লা লিগায় শনিবার স্বাগতিক কাদিসের বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচে বদলি নেমে দ্বিতীয়ার্ধের পুরো সময় মাঠে ছিলেন দেম্বেলে। তবে ২০১৭ সালে ১০ কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেওয়া দেম্বেলে একের পর এক চোটের শিকার হয়ে মাঠের বাইরে কাটিয়েছেন অধিকাংশ সময়।

দেম্বেলে ছাড়াও জেরার্দ পিকে, সার্জিও রবের্তো ও আনসু ফাতি ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। তবে চোট কাটিয়ে ফেরার পথে আছেন ডিফেন্ডার সামুয়েল উমতিতি।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার জুভেন্টাসের মুখোমুখি হবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনা।

সূত্র: কালের কন্ঠ