মঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আফসানা মিমির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো বিকেএসপি

Paris
এপ্রিল ১১, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বকেয়া পরিশোধ না করায় কৃষ্ণচূড়া প্রডাকশন লিমিটেডের প্রযোজক ও পরিচালক এবং অভিনেত্রী আফসানা মিমির বিরুদ্ধে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছে বিকেএসপি।

 

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিকেএসপির আইন উপদেষ্টা মো. মনজুর আলম ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন মো. মনজুর আলম।

 

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত মোট ৪ মাস ২১ দিন পর্যন্ত কৃষ্ণচূড়া প্রডাকশন মুক্তিযুদ্ধভিত্তিক ‘রান’ চলচ্চিত্র নির্মাণের জন্য বিকেএসপির বিভিন্ন স্থাপনা ব্যবহার করে। যেমন প্লে গ্রাউন্ড, ড্রেসিং রুম, ডাইভিং প্যাড, সুইমিং পুল, লাইব্রেরি, জিমনেশিয়াম, ইনডোর ক্রিকেট ডোর, ক্যাফেটারিয়া, ইন্টারন্যাশনাল হোটেলের ৮টি এসি ও ভিআইপি রুম। এ জন্য প্রডাকশন কর্তৃপক্ষের কাছে বিল বাবদ ৪ লাখ ৫২ হাজার পাওনা রয়েছে। বিকেএসপি লিখিতভাবে পাওনা পরিশোধ করতে বললেও তা তিনি পরিশোধ করেননি।

 

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধ না করলে আইন অনুযায়ী আফসানা মিমির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আইন আদালত