আফগান দোভাষীর পায়ে ‘গুলি চালাল’ তালেবান (ভিডিও)

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের সহযোগিতা করা সাবেক এক দোভাষীর পায়ে তালেবান যোদ্ধা গুলি করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সকালে কাবুল বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে প্রথম সামরিক ফ্লাইট ছেড়ে আসে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম এসবিএস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এ ফ্লাইটে ওঠার জন্যই ওই দোভাষী বিমানবন্দরে যাচ্ছিলেন।

অস্ট্রেলিয়ার ও আফগানিস্তানের ২৬ জন ওই ফ্লাইটে উঠতে পেরেছিলেন বলে জানানো হয় খবরে।

ওই দোভাষী জানান, তিনি বিমানবন্দরে যেতে একটি তল্লাশিচৌকি পার হওয়ার জন্য লাইনে দাঁড়ান। এ সময় তল্লাশিচৌকি পাহারা দিচ্ছিলেন তালেবানের এক সদস্য।  পরে তালেবানের এ সদস্য দোভাষীর পায়ে গুলি চালান।

আহত এ দোভাষীকে পরে হাসপাতালে নেওয়া হয়। যেখানে চিকিৎসকরা তার চিকিৎসা করেন।

এসবিএস নিউজের প্রতিবেদনে আহত ওই দোভাষীর ছবিতে দেখা গেছে,  ক্ষতিগ্রস্ত পা নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওই ব্যক্তি এক ভয়েস মেসেজে বলেন, ‘বুধবার আমি বিমানবন্দরে যাওয়ার পথে তালেবানের সদস্য আমার পায়ে গুলি করে। আমি এখন গুরুতর আহত। ’

ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার হয়ে ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে ওরুজগন প্রদেশে কাজ করেছেন।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দীর্ঘ ২০ বছর পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে। এর মধ্যে তালেবান দেশের অধিকাংশ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে।  সর্বশেষ রোববার কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে তালেবান হয়ে উঠেছে দেশটির ‘সর্বময় ক্ষমতার অধিকারী’। আর তালেবানের অগ্রযাত্রায় প্রতিশোধের ভয়ে রয়েছেন সে দেশের সেসব দোভাষী, যারা যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশের সেনাদের সহযোগিতা করেছেন।

 

সূত্রঃ যুগান্তর