আফগানিস্তানে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন মুসল্লি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন বহু মানুষ।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার শেরশাহ-ই-সুরি মসজিদে জুমার নামাজের সময় ভেতরে রাখা বোমার বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছে বলে জানানো হয়েছে।

তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

১৮ বছরের গৃহযুদ্ধ অবসানে তালেবান ও আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট রাজধানী কাবুলে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।