আফগানিস্তানে এবার বিখ্যাত কমেডিয়ানকে হত্যা

আফগানিস্তানের বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে তালেবানের হাত রয়েছে বলে দাবি করছে তার পরিবার।

বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নজর মুহাম্মদকে গত বৃহস্পতিবার রাতে কান্দাহারের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

নজর মুহাম্মদ খাশা জাওয়ান নামে বেশি পরিচিতি। তার পরিবার হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ি করছে। যদিও তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে বলে স্থানীয় গণমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী আর বেসামরিক নাগরিকদের ওপর তালেবানের অভিযানের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছররের ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেন। এই ঘোষণার পরই তালেবান আফগানিস্তানে বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। আফগানিস্তানের ৪১৯টির মধ্যে প্রায় ২১২টি জেলা তালেবানের দখলে রয়েছে বলে মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি জানিয়েছিলেন।

সূত্র: যুগান্তর