বুধবার , ১১ আগস্ট ২০২১ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আফগানিস্তানের নবম প্রাদেশিক রাজধানীও তালেবানের দখলে

Paris
আগস্ট ১১, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। এর ফলে গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মোট নয়টি প্রাদেশিক রাজধানী তালেবানের হাতে। গতকাল মঙ্গলবার তালেবান তিনটি প্রাদেশিক রাজধানী দখল করে। এগুলো হচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের ফারাহ নগরী, উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-খুমরি নগর ও প্রত্যন্ত বাদাশশান প্রদেশের ফৈজাবাদ। স্থানীয় সূত্রগুলো তিনটি নগরীর পতনের বিষয়টি নিশ্চিত করেছে।

ফারাহ প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবার গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিকেলে সংক্ষিপ্ত লড়াইয়ের পর তালেবান বাহিনী ফারাহ নগরী দখল করে নিয়েছে। তারা গভর্নরের অফিস ও পুলিশ সদর দপ্তরও দখল করেছে। তালেবান প্রদেশটির কেন্দ্রীয় কারাগারও দখল করেছে বলে পার্লামেন্ট সদস্য আবদুল নাসরি ফারাহি জানান।

তালেবানের হাতে চলে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজধানী হচ্ছে ফারাহ। গত শুক্রবার পাশের নিমরোজ প্রদেশের রাজধানী দখল করেছিল তালেবান। ফারাহ প্রদেশের সঙ্গে ইরানের সীমান্ত ক্রসিং রয়েছে। আবু বার জানিয়েছেন, স্থানীয় নিরাপত্তা বাহিনী নগরীর বাইরের এক সেনা ঘাঁটির দিকে চলে গেছে।

তালেবান বাহিনী মঙ্গলবার পুল-ই-খুমরি দখল করে। নগরীটি কাবুল থেকে মাত্র ১২৫ মাইল দূরে অবস্থিত।
এই বিজয় বেশ তাৎপর্যপূর্ণ। আলজাজিরার রব ম্যাকব্রাইড রাজধানী কাবুল থেকে বলেন, এর ফলে খোদ কাবুল এখন নিরাপত্তাগত ঝুঁকিতে পড়ে গেল।

তালেবান এখন পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৯টির রাজধানী দখল করেছে। ইইউর সিনিয়র এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তালেবান বাহিনী এখন দেশটির ৬৫ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা আরো ১১টি প্রাদেশিক রাজধানী দখল করার পর্যায়ে রয়েছে। তারা এখন চেষ্টা করছে কাবুল যেন উত্তর থেকে আর কোনো সহায়তা না পায়।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক