আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারে মানুষের ঢল


নিজস্ব প্রতিবেদক :
আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় রাজশাহীতেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে প্রথম প্রহরেই রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। প্রথম প্রহর মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে রাজশাহী নগরীর সকল শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানান। একই সাথে এক মিনিট নিরবতা পালন ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

দিবসের প্রথম প্রহরে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ। রাত ১২টা এক মিনিটে নগর আওয়ামী লীগের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, ১২টা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ভুবন মোহনপার্কের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানানো হয়। এসময় বিএনপির নেতৃবৃন্দ ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোমÍফা মামুনসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রাজশাহী বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

রাজশাহী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকসহ শিক্ষক ও কর্মচারিরা। এরপর এক এক করে এই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন করা হবে। দিনব্যাপী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষ প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী অফিস সমুহে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনভর এসব কর্মসূচি পালন করা হবে।