আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না: ইউক্রেন ইস্যুতে আইসিসি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া ও জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

প্রধান আইনজীবী কারিম আসাদ আহমেদ বলেন, ‘এটা আসলে কথা বলার সময় নয়, এটা ব্যবস্থা নেওয়ার সময়। আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকতে পারে না।

কারিম আসাদ দাবি করেছেন, তিনি আসলে রাশিয়া বা ইউক্রেন কারও পক্ষে নন।  এ বিষয়ে তার ভাষ্য, ‘আমরা আইনের পক্ষে। যা মানবতার পক্ষে। এটা মানবতার রক্ষাকবচ।’

কারিম আসাদ বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে ২০২২ সালেও যা ঘটছে, আমরা তাতে লজ্জিত। যে সহিংসতা দেখছি, কখনো তা সংঘটিত গণহত্যা, কখনো আবার তা মানবতা বিরোধী অপরাধ, কখনো আবার এটা যুদ্ধাপরাধ।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন