আনুষ্ঠানিকভাবে দেশে আসছে শাওমির পোকোফোন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘোষণার শুরু থেকেই প্রযুক্তি দুনিয়ায় সাড়া ফেলেছে শাওমির পোকোফোন।

উন্মোচনের পর এবার ভারত ছাড়াও কোন কোন দেশে ফোনটি পাওয়া যাবে তা জানিয়েছে শাওমি। তালিকায় থাকা ৬৫টি দেশের মধ্যে একবারে প্রথমে আছে বাংলাদেশের নাম।

তুলনামূলক কম দামে ফ্ল্যাগশিপ ফোনের সমান প্রসেসর, র‌্যাম, স্টোরেজ এবং ডিজাইন নিয়ে হাজির হওয়া পোকো এফ১ ফোনটির প্রশংসা করেছেন টেক রিভিউয়াররা।

ভারতে মাত্র ২১ হাজার ৯৯৯ রুপিতে বিক্রি হওয়া ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ।

বড়সড় ৪০০০ এমএএইচ ব্যাটারি, হেডফোন জ্যাক, মাইক্রোএসডি ব্যবহারের সুবিধা, পেছনে ডুয়াল ক্যামেরা এবং সামনে নচযুক্ত ডিসপ্লের মধ্যে ইনফ্রারেড ফেইস স্ক্যানারও বাদ পড়েনি।

ফোনটির একমাত্র দুর্বলতা বলা যেতে পারে প্লাস্টিক বডি। তার পরও বাংলাদেশে অপেক্ষমান ক্রেতার অভাব নেই। সম্ভাব্য মূল্য কত হতে পারে তা জানা যায়নি, তবে ভারতীয় মূল্য অনুযায়ী দেশের বাজারে ফোনটির দাম ২৭ হাজার টাকা থেকে শুরু হতে পারে।

সম্ভাবনা আছে সেপ্টেম্বর থেকেই ফোনটি দেশের বাজারে বিক্রি শুরু করতে পারে শাওমি।

গিজচায়না অবলম্বনে