আধিপত্যের জন্য পুরো বিশ্বকে বিসর্জন দিতে প্রস্তুত পশ্চিমারা: পুতিন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার অর্থনৈতিক ইস্যু নিয়ে কথা বলেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে বৈশ্বিক সংকট দেখা দিচ্ছে।

পুতিন দাবি করেছেন, রাশিয়ার ওপর যে সব দেশ নিষেধাজ্ঞা দিয়েছে তারা তাদের নিজ দেশেরই ক্ষতি করছে এবং নিজ দেশের মানুষদের ক্ষতি করছে।

এ ব্যাপারে পুতিন বলেছেন, তাদের নেতারা যারা অদূরদর্শী, যাদের স্ফীত রাজনৈতিক লক্ষ্য, রাশিয়া বিরোধী মনোভাব নিজেদেরই স্বার্থের বড় ক্ষতি করছে, তাদের নিজেদের অর্থনীতির ক্ষতি করছে, তাদের নিজস্ব নাগরিকদের ক্ষতি করছে। এর মধ্যে আমরা দেখছি ইউরোপে মূদ্রাস্ফীতি বেড়ে গেছে।

পুতিন জানিয়েছেন, রাশিয়ার ওপর যদি এরকম নিষেধাজ্ঞা অব্যহত থাকে তাহলে ইউরোপীয় ইউনিয়নের ওপর সবচেয়ে কঠিন ও বাজে পরিণতি আসবে সঙ্গে বিশ্বের গরীব দেশগুলোর ওপরও এর প্রভাব পড়বে।

এরপরই পুতিন মন্তব্য করেন, নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য বিশ্বের সবকিছুকেই বিসর্জন দিতে প্রস্তুত আছে পশ্চিমারা।

এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট বলেন, এর সব দায়ভার পশ্চিমাদের ওপর পড়বে যারা বৈশ্বিক আধিপত্য বজায় রাখার জন্য বিশ্বের সবকিছুকে বিসর্জন দিতে প্রস্তুত আছে।

নিজের বক্তব্যের শেষে পুতিন বলেছেন, পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে।

 

সূত্রঃ যুগান্তর