আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবকবক অর্পণ করেছেন আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি। আজ সকাল ৯টায় রাবি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবকবক অর্পণ করে তারা ।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, সাবেক কেন্দ্রীয় সভাপতি উপেন রবিদাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হেমন্ত মাহাতো, সাধারণ সম্পাদক নকুল পাহান, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত তির্কি, রাজশাহী কলেজ কমিটির যুগ্ম-আহবায়ক দুলাল চন্দ্র মাহাতো, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, দপ্তর সম্পাদক আপেল মুন্ডা, প্রচার সম্পাদক রতিশ টপ্য, কেন্দ্রীয় সদস্য তরুন মুন্ডাসহ বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।

স/শ