আদিবাসীদের অধিকার আদায়ে সিংড়ায় অ্যাডভোকেসি প্লাটফর্ম গঠন সভা

সিংড়া প্রতিনিধি:
আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে নাটোরের সিংড়ায় উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে নেটওয়ার্ক অফ নন-মেইস্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটিজ (এনএনএমসি) ফাউন্ডেশনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলার যুগ্ম আহবায়ক প্রদীপ লাকড়া, পরিতোষ উরাও, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউপি সদস্য জয়ন্তী রাণী কর্মকার, অ্যাডভোকেসি অফিসার শফিকুল ইসলাম প্রমূখ।

পরে আদিবাসী ও দলিত কমিউনিটির প্রতিনিধি এবং মূলসোত ধারার প্রতিনিধিদের সমন্বয়ে ১৫সদস্যর একটি অ্যাডভোকেসি প্লাটমর্ফ গঠন করা হয়।

এই সভায় উপজেলার আদিবাসী সম্প্রদায়, দলিত জনগোষ্টি ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহন করেন।

স/অ