আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ ইউনুস আলী মন্ডল (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইউনুছ উপজেলার কুসুম্বি সোনার পাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে। রবিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে উপজেলার সুদিন গ্রামের পশ্চিমপাড়া সন্ন্যাসতলী মন্দিরের সামনে সড়কের উপর দাঁড়িয়ে মাদক কেনাবেচা হচ্ছে―এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে উজ্জ্বলতা গ্রামের রফিকুল নামের এক মাদক বিক্রেতার কাছ থেকে ইউনুস আলী মন্ডল ৫০০ গ্রাম গাঁজা কেনার পর লুঙ্গির মোচড়ায় পলিথিনে মুড়িয়ে রাখছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রফিকুল দৌঁড়ে পালিয়ে গেলেও ইউনুস আলীকে গ্রেপ্তার করেন পুলিশ।

আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) তারেক হোসেন জানান, গাঁজা কেনাবেচার সময় অভিযান চালিয়ে ইউনুস আলীকে গ্রেপ্তার করতে পারলেও রফিকুল কৌশলে পালিয়ে যায়। তবে তাদের দু’জনের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত ইউনুছকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।