আদমদীঘিতে ২০ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত আট দিনের সর্বাত্মক লকডাউনে বগুড়ার আদমদীঘি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে  ইউএনও ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লকডাউন উপেক্ষা কারে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা, অটোরিকশা অতিরিক্ত যাত্রী বহন ও নকল ওষুধ বিক্রি করার অপরাধে ৮ মামলায় ১১জনকে দণ্ডিত করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখা হবে।

স/রি