আদমদীঘিতে মামা-ভাগ্নেসহ ৪ মাদক কারবারি আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে ৭০০ গ্রাম গাঁজা ও ২৪পিস নেশার অ্যাম্পুলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নসরতপুর ডিগ্রী কলেজ গেট, সান্তাহার স্টেশন কলোনী ও ছাতিয়ানগ্রাম এলাকায় মাদক বিক্রি হ”েছ। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের আব্দুল হাই লুলুর ছেলে রিফাত মাশরাফি (২২) ও তার ভাগ্নে সান্তাহার ওয়ালটনের মোড় এলাকায় তোফাজ্জল হোসেনের ছেলে এসএম মেহের হাসান নিঝুম ওরফে ডেভিড (২১) , সাঁতাহার মহল্লার এলাকার জবেদ আলী ফকিরের ছেলে আব্দুল বারেক (৪৪), তেঁতুলিয়া গ্রামের মহাতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মামা-ভাগ্নেসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এস/আই