আদমদীঘিতে  নেশা ও যৌন উত্তেজক ঔষধ রাখার দায়ে দুই ফামের্সীর জরিমানা

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির পশ্চিমবাজারে দুটি ফার্মেসীতে নেশাজাতীয় ও যৌন উত্তেজক ঔষধ রাখা ও চালের দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি সদরের পশ্চিম বাজারে অবস্থিত ভাই ভাই ফার্মেসী ও সনি মেডিকেল ষ্টোরে অভিযান চালান। এসময় তাদের ফার্মেসীতে রাখা বেশ কিছু পরিমাণ নেশাজাতীয় ঔষধ ও যৌন উত্তেজক ট্যাবলেট পান। এসব অবৈধ ঔষধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ফার্মেসীর মালিক লুৎফর রহমান বকুলের ৫ হাজার টাকা ও উজ্জল তালুকদারের ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া তিনটি চাল বিক্রির দোকানে মূল্য তালিকা না থাকায় তাদের এক হাজার টাকা জরিমানা করা হয়।