আদমদীঘিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগীতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু প্রদর্শনীর উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মাহবুবা হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, থানার ওসি জালাল উদ্দীন, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

প্রদর্শনীতে ৩২টি স্টলে উপজেলার কৃষি উদ্যোক্তা, খামারি, এনজিও সংস্থা ও ভেটেরনারি ফার্মেসিগুলো অংশ নেয়। অতিথিবৃন্দরা প্রাণী সম্পদ স্টল পরিদর্শন করেন। স্টলে বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, গাভি, গাড়ল, ঘোড়া, মহিষ ও ষাঁড়সহ অন্যান্য উৎপাদিত পণ্য প্রদর্শনীতে শোভা পায়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এএইচ/এস