আদমদীঘিতে গ্যাস সিলিন্ডারের দোকানে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে মেসার্স সাহির ট্রেডার্স নামের এক দোকানের তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে চুরির ঘটনাটি ঘটে।

চোরেরা ওই দোকানের গুদাম ঘরের দরজার তালা কেটে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ২৯টি গ্যাস ভর্তি সিলিন্ডার, গ্যাসের চুলা, প্রেসার কুকারসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

মেসার্স সাহির ট্রেডার্সের পরিচালক কামরুজ্জামান বাবু জানান, মঙ্গলবার সারাদিন বেচাকেনা করার পর রাত ৮টায় দোকান বন্ধ কওে তিনি শিবপুর গ্রামে বাড়িতে ফিরেন। পরদিন বুধবার সকালে দোকান ঘর খুলতে এসে দরজার তালা ভাঙা দেখেন। এরপর ঘরে প্রবেশ করে দেখতে পান বিভিন্ন কোম্পানির ২৯টি গ্যাস ভর্তি সিলিন্ডার, বিভিন্ন কোম্পানির ১২টি চুলা, ৪টি রাইস কুকার, ৪পিস প্রেসার কুকার ও অন্যান্য মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে তিনি জানিয়েছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে জোড় তৎপরতা চলছে।

এস/আই