নওগাঁ

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনা: নিহত এক, আহত চার

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও  চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে বেড়াহাসন নামক স্থানে।

উপজেলার খোলাপাড়া গ্রামের মৃত আবের আলীর স্ত্রী আমিরুন্নেছা (৫২) ঘটনাস্থলেই মারা যান। আহত হন সিএনজি চালক উপজেলার সদুপুর গ্রামের আজিজুল ইসলাম (৩০), যাত্রী জয়নাল (২২), মোটরসাইকেল চালক পত্নীতলা উপজেলার চন্ডিপুর গ্রামের একরামুল (৩০) ও অলোক (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নওগাঁ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি আত্রাইয়ে আসছিল। বেড়াহাসন নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমিরুনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্থ সিএনজি ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।

জি/আর