আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারীর মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) ” শীর্ষক প্রকল্পের অধীন আহসানগঞ্জ ইউনিয়নে দশ জন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ এবং দশ জন অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রাঙ্গনে প্রকৌশলী পারভেজ নেওয়াজ খানের সভাপতিত্বে উন্মুক্ত লটারীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।

এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।

স/অ