আত্রাইয়ে লটারির মাধ্যমে আমন ধান সংগ্রহ

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯ -২০ মৌসুমে সরাসরি কৃষকের কাছে থেকে উন্মুক্ত লটারির অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলার খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে শাহাগোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চত্বরে বুধবার সকাল ১১টায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ আমন মৌসুমে শাহাগোলা ইউনিয়ন কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ নুরইদ্দিন, ওসি (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, উপসহকারি কৃষি কর্মকর্তা শফি উদ্দিন আহম্মেদ, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আব্দুল মজিদ মল্লিক, সংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, তপন কুমার সরকার প্রমুখ।

এসময় শাহাগোলা ইউনিয়নের ১৩২৭ জন কৃষককের মধ্যে লটারির মাধ্যমে ১০৩জন নির্বাচিত হয়েছে।

স/অ