আত্রাইয়ে বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান।

পাত্রপাত্রীর বয়স নিশ্চিত হওয়া, বিয়ে সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ, পাত্রপাত্রীর বয়স নিশ্চিত হয়ে বিয়েস্থলে গমন, আইনানুহভাবে বিয়ে না পড়ানোর শাস্তিসহ বেশ কিছু আইনী বিষয় সংক্রান্ত বিষয়ের উপর মসজিদের ইমাম, মাওলানা, বিবাহ নিবন্ধকসহ বিভিন্ন পেশার লোকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, আত্রাই থানার ওসি বদরুদ্দোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আব্দুল মান্নান মোল্লা, ইমাম হাফেজ আব্দুল মুমিন, মুফতি হুসাইন আহমদ, হিন্দু বিবাহ নিবন্ধক পরানশীল প্রমুখ বক্তব্য দেন।

 

স/আ