আত্রাইয়ে দুর্গাপূজায় নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা


আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই থানা চত্ত্বরে নিরাপত্তা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি তারেকুর রহমান সরকার এর সভাপতিত্বে মন্দিরের সভাপতি সাধারন সম্পাদকদের সাথে মত বিনিময় করেন নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

ওসি তদন্ত লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, সাংবাদিক মুজাহিদ খান, মন্দির কমিটির সভাপতি পরিতোষ চন্দ্র সাহা, স্বপন কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

ওসি তারেকুর রহমান সরকার বলেন, দুর্গাপূজা উৎসব মুখর করতে প্রতিটা মন্দিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শান্তি বিনষ্টকারীরা যেনো নিজেদের মধ্যে আত্ন কলহ সৃষ্টি করে ফায়দা লুটতে না পারে সেদিকে সকলের সুদৃষ্টি কামনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম একে অপরের সাথে সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। এসময় তিনি পূজাকে কেন্দ্র করে দুস্কৃতিকারীরা যেনো কোনরুপ অঘটন না ঘটাতে পারে সেদিকে সকলকে সতর্ক থাকার পরামর্শ্ব দেন।

এস/আই