বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ সভা

Paris
জুন ২৭, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলায় বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং সুশিল সমাজের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহা: ফিরোজ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, সমাজ সেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা বন কর্মকর্তা আব্দুল খালেক, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. বেলাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আহসান হাবিব, প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মোঃ বাবর আলী, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী, ফিল্ড ফ্যাসিলিটেটর নজরুল ইসলামসহ কমিউনিটি সিএসও দলের সভানেত্রীগণ।
সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং ভাই চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এর পরে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপনায় কার্যক্রম ভালো লাগায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের সফলতা কামনা করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর