আত্মসমর্পণ করলো জঙ্গি হাকিম ও মাহমুদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছে জঙ্গি আব্দুল হাকিম ও মাহমুদ।

 

 

বুধবার বগুড়ার শহীদ স্মৃতি মিলনায়তনে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে তারা আত্মসমর্পণ করে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম  মনি  এ তথ্য নিশ্চিত করেছেন।

 

র‌্যাব-১২ এর সিও শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

 

জানা যায়, আত্মসমর্পণ করা দুই জঙ্গির মধ্যে আব্দুল হাকিমের বাড়ি বগুড়ায় এবং মাহমুদের বাড়ি গাইবান্ধায়। এদের মধ্যে হাকিম গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের ঘনিষ্ট বন্ধু ও সহপাঠি এবং সে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে কয়েকদিন ঢাকায় অবস্থান করেছিল।

 

অন্যদিকে মাহমুদ জঙ্গি দলে যোগ দেওয়ার জন্য একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে যায়। জঙ্গিদের ভাষায় এটাকে ‘হিযরত’ বলে। তবে চূড়ান্ত হিযরতের আগে সে ফিরে আসে এবং পরিবারকে বিষয়টি অবহিত করে। পরে পরিবার সদস্যরা তাকে র‌্যাব-১২ কাছে নিয়ে আসে।

সূত্র: বাংলা ট্রিবিউন