শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্মসমর্পণের ৭৫ বছর

Paris
আগস্ট ১৫, ২০২০ ৭:৩০ অপরাহ্ণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৭৫ বছর পূর্ণ করল জাপান। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপান সম্রাট হিরোহিতো লড়াই শেষ করার ঘোষণা দিয়েছিলেন।

শনিবার সম্রাট নারুহিতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকায় গভীর অনুশোচনা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন এ ধরনের দুঃখজনক ঘটনা আর কখনো ঘটবে না।

জাপান সম্রাট বলেছেন, ‘আমাদের অতীতকে অনুধাবন করে এবং গভীর অনুশোচনা হৃদয়ে ধারণ করে আমি একান্তভাবে আশা করছি যুদ্ধের ধ্বংস আর কখনোই পুনরাবৃত্তি হবে না।’

করোনা মহামারিকালে রাজধানী টোকিওতে বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ অনুষ্ঠান সীমিত আকারে আয়োজন করা হয়েছিল। গত বছর যেখানে ছয় হাজার ২০০ প্রবীণ জাপানি উপস্থিত ছিলেন চলতি বছর সেখানে উপস্থিতির সংখ্যা ছিল প্রায় ৫০০।

এদিকে, প্রধানমন্ত্রী শিনজো আবে দিবসটি উপলক্ষে বলেছেন, জাপান এখন যে শান্তি উপভোগ করছে তা যুদ্ধে নিহতদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত। জাপান ইতিহাস থেকে শিক্ষা নেবে এবং যুদ্ধের বিপর্যয় পুনরাবৃত্তি করবে না বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক