আত্মঘাতী হামলা ইরানের, ভুলে নিজেদের যুদ্ধজাহাজ ডুবাল, নিহত ৪০

ইরানি নৌবাহিনীর একটি জাহাজ থেকে ভুল করে ক্ষেপনাস্ত্র আরেকটি জাহাজের দিকে নিক্ষেপ করায় ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে।  রোববার ওমান সাগরে মহড়াচলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এতে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো অনেকে।

ইরানের কেন্দ্রীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয় নৌ মহড়ার সময় জস্ক বন্দরে দুর্ঘটনাটি ঘটে যখন ওই জাহাজটি বিধ্বস্ত হয়। অন্য রিপোর্টে বলা হয়েছে যে কোনারাক জাহাজে জামারান ফ্রিগেট থেকে ভুল করে একটি রকেট নিক্ষেপ করা হয়েছিল এবং সেই থেকে হতাহতের ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজন ক্রু সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি এরই মধ্যে তদন্ত করা শুরু হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দাবি করেছে যে, মহড়ার সময় আত্মঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন মারা গেছেন এবং মৃতদের মধ্যে কনারাক জাহাজের কমান্ডারও রয়েছেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ