আত্মঘাতী নারীর বোমায় আহত শিশুর অবস্থা সংকটাপন্ন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর আশকোনার দক্ষিণখানে জঙ্গি আস্তানায় আহত শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল শনিবার দুপুরে এক নারীর আত্মঘাতী বোমায় গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

শিশুটির বিষয়ে ঢামেকের চিকিৎসক মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে আনার পর শিশুটির সারা শরীরে স্প্লিন্টারের আঘাতের চিহ্ন দেখা গেছে। বোমার আঘাতে শিশুটির মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ক্ষতবিক্ষত হয়েছে।  ভেঙে গেছে বাম হাত। এ ছাড়া শিশুটির পেটে গ্রেনেডের স্প্লিন্টার ঢুকে নাড়িভুঁড়ির কিছুটা অংশ বের হয়ে এসে খাদ্যনালির বেশ কয়েকটি জায়গায় ফুটো হয়ে গেছে।

ঢামেকের চিকিৎসক আরো জানান, শিশুটিকে মারাত্মক আহত ও অচেতন অবস্থাতেই হাসপাতালে আনা হয়। এরপর রাতে শিশুটির অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে শিশুটি নিবিড় পরিচর্যাকরণ কেন্দ্রে আছে। শিশুটি কথা বলার মতো অবস্থায় নেই বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শহীদুল গনি জানান, ঢামেকে আনার আগে শিশুটিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে এখানে পাঠানো হয়।

 

সূত্র: এনটিভি অনলাইন