বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ | ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

আড়ানী গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ

Paris
জুলাই ৪, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
আড়ানী গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার গ্রামীণ ব্যাংক আড়ানী শাখার উদ্দ্যোগে বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় আলোচনা সভা শেষে ব্যাংকের সদস্য মুক্তি খাতুনের বাড়ির আঙ্গিনায় ফলজ জাতীয় একটি কাঠাল গাছের চারা রোপন করা হয়।

জানা গেছে, গ্রামীণ ব্যাংক সারা দেশে ৩০ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আড়ানী শাখার ৮৪/ম এবং ৪৯/ম কেন্দ্রের সদস্যদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক আড়ানী শাখায় ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন আড়ানী পৌরসভার প্যানেল মেয়র কার্তিক চন্দ্র হালদার। সহকারি ব্যবস্থাপক ওবাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্র ব্যবস্থাপক নাজমুল হোসেন, সদস্য মুক্তি খাতুন, মাহিদা বেগম, রিনাা বেগম, পলি বেগম প্রমুখ।

এ সময় গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিতরণ করা গাছের চারার সাথে আরো একটি করে চারা রোপন করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর