সোমবার , ২ অক্টোবর ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ ও ইউনিসেফের দুই কর্মকর্তা

Paris
অক্টোবর ২, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ ও ইউনিসেফের দুই কর্মকর্তা। এর আগে তিন দিনের সফরে রবিবার ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক।

ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

ওই দুই কর্মকর্তার সোমবার (২ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। মঙ্গলবার (৩ অক্টোবর) কক্সবাজারের ওসান প্যারাডাইস হোটেলে দুপুর ২টায় সাংবাদ সম্মেলন করবেন।

গত আগস্ট থেকে মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়লে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসেব মতে,  সব মিলিয়ে এখন পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়