শনিবার , ৫ আগস্ট ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজ রাজশাহীতে ২ লাখ ৯৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

Paris
আগস্ট ৫, ২০১৭ ৫:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধে আজ রাজশাহীতে ২ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ আগস্ট রাজশাহীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।

রাজশাহী সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে রাজশাহী জেলার মোট ১ হাজার ৮শ’ ৫৬টি কেন্দ্রে ২ লাখ ৯৬ হাজার ৮শ’ ৩৬জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২শ’ ৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৮ হাজার ৫শ’ ৭৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

রাজশাহী সিভিল সার্জন সঞ্জিত কুমার সাহা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর বিকাশে সাহায্য করে। শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে এবং শিশু মৃত্যুর হারকে কমিয়ে আনে। প্রতিটি শিশুর মায়েদের সচেতন হতে হবে যেন কোন শিশু এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর