আজ রবিবার রামেক ল্যাবে ৪০ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে রবিবার ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩৫ ও নাটোরের ০৫ জন। এদিন মোট ২৭৮ জনের করোনা পরীক্ষা হয়। তার মধ্যে ৪০ জনের করােনা পজিটিভ পাওয়া যায়। বাকি ২৩৮ জনের নেগেটিভ শনাক্ত হয়।

করোনা আক্রান্তরা হলেন- রাজশাহী নগরীর আবুল হোসেন(৭০), শরিফ আল কামাল(২১), ঈষা(১৬), ঐশর্য শিলা(২৬), হোসনে আরা(৫৮), ডা.ফারিও আহ্মেদ খান(৩৫), সামসুন নাহার(৫৬), ডা.মো. সুলতান উদ্দিন(৩৪), সুমাইয়া খাতুন(৩২), মো.রমজান আলী(৪৩), মো.আতাউর রহমান(৬৫),  মুজাদ্দিদ আলফে সানি(৩২), গোলাম মোহাম্মদ(৬৩), সালেক মাহমুদ(২৯), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন(৪১), মো.শামিম হোসেন(২২), কেনেচি ইয়ামামোটো(৫৭), ডা.শারমিন ফেরদৌস(৪৮), ডা.মো. আমিনুর রশিদ(৫২), মোসা. শিউলি খাতুন(২১), কমোলেস কান্তি(৩৭), সারা উলফাত দিসা(১৮), মুস্তাকিম আহ্মেদ(২৮), মো.শাহিন আক্তার(৩৬), মাশফিয়া জামান তোয়া(১৯), জান্নাতুল আফরোজ আঁখি(২৭), মো.সারোয়ার পারভেজ(৪২), আরিফ শাওনাজ শাহিন(৫২), মো.মাসুদ রানা (২৯), মো.আরঙ্গজেব(৩৫), হাবিবুল্লাহ আরাফাত(২৯), ডা.মো.ওয়াসিম বনি(৪২), ডা.মিঠুন(৩৬), লিয়াকত আলি(৬৫) ও পুঠিয়া উপজেলার আবিদা(০১)।

এছাড়া নাটোর সদর উপজেলার আরিফুল ইসলাম(৩৫), নাফিসুর রহমান(৪৫), সিংড়া উপজেলার হালিমা(৭১), বাঘাতিপাড়া উপজেলার নাজমূল ইসলাম(৩১), এবং বড়াইগ্রাম উপজেলার মো.জুয়েল(৩১)।

স/রি