আজ দেশে ফিরছেন তাসকিন-শরিফুল

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুই জনই দেশে ফিরে আসছেন আজ। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, আজ বিকাল পৌনে ৫টায় ঢাকায় পৌঁছে যাবেন দুই ফাস্ট বোলার।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ডান হাতের কাঁধে ব্যথা পেয়েছিলেন তাসকিন। পরে ফিজিওথেরাপি নিয়েছেন, কাঁধে টেপিং করেছেন এবং পেইনকিলার খেয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন ডানহাতি এই পেসার।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, সুস্থ্য হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তাসকিনের। টানা তিন ফরম্যাট খেলে ক্লান্ত শরিফুলকে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। ওয়ানডে সিরিজেই বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। সেই ব্যথা না কমায় এমআরআই করানো হয়। যেখানে তার গ্রেড ওয়ান লিগামেন্ট ইনজুরি ধরা পড়েছে। ইতিমধ্যে তার রিহ্যাব শুরু হয়ে গেছে। তবে এপ্রিলের শেষ দিকে আবারও অনুশীলনে ফিরতে পারবেন শরিফুল।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন