আজ থেকে ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

আজ শনিবার থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুক্রবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ‘ট্রাক সেল’ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন