আজ জিতলেই জামাল ভূঁইয়ারা পাবেন ২০ লাখ টাকা বোনাস

সিল্কসিটিনিউজ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে তিন জাতি সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক নেপাল আর বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত নেপাল ১টি গোল দিয়েছে বাংলাদেশের জালে। এই ম্যাচ জিতলেই জামাল ভূঁইয়াদের জন্য ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত ২২ মার্চ বাংলাদেশের খেলা দেখার জন্য কাঠমান্ডুতে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। প্রথম দুই ম্যাচ দেখলেও আজ ফাইনালের ম্যাচটি দেখা হচ্ছে না। আজই তার দেশে ফেরার কথা। একটি করে জয় ও ড্রয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। টানা দুই ড্রয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠে এসেছে নেপাল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জেমি ডে বলেছিলেন, ‘শিরোপা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। জিততে পারলে দারুণ হবে। সেটা যদি না-ও হয়, যে লক্ষ্য নিয়ে নেপালে এসেছিলাম; সেটা পূরণ করার সন্তুষ্টি নিয়েই ফিরব। ফাইনালের ফল নিয়ে না ভেবে আমি এখানে দলের সবাইকে সমান ম্যাচ খেলার সুযোগ দিতে চাই, যেন তারা জুনের বাছাইয়ের জন্য প্রস্তুত হতে পারে’।

সূত্র: কালের কন্ঠ