আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সফরকারী আফগানিস্তান দল শুক্রবারেই চট্টগ্রামে পৌঁছে গেছে। চট্টগ্রামে অনুশীলনও করেছে আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যুও চট্টগ্রাম। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে ম্যাচটি। আজ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিরুদ্ধেও মাঠে নামবে রশিদ খানের দল।

মিরপুর স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে আজ চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ দলও। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, আজ বিকাল ৫টা ৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে সাকিব আল হাসানের দল। চট্টগ্রাম পৌঁছে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। তখনই শুরু হবে সাকিব-মুশফিকদের টেস্টের মূল প্রস্তুতি।

এদিকে গতকাল ঢাকায় এসেছেন জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সকাল সাড়ে ১০টায় ঢাকায় আসেন তিনি। আজ জাতীয় দলের সঙ্গেই চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তার। প্রোটিয়া এই ফিজিও ইতালির নাগরিকও। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ক্যালেফাতোর সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

দক্ষিণ আফ্রিকার হলেও ক্যালেফাতো পরিচিত নন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর। শুক্রবার এই কোচ বলেছিলেন, ক্যালেফাতোকে আমি চিনি না। আমার সঙ্গে আগে থেকে পরিচয় নেই। বাংলাদেশ দলে বর্তমানে থাকা বাকি প্রোটিয়া কোচিং স্টাফরা অবশ্য ডমিঙ্গোর পূর্ব পরিচিত।