আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

সাবেক দুই সোভিয়েত রাষ্ট্র আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির দুই বছর পর সম্পর্ক চূড়ান্ত নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই প্রস্তাব দিলেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে পৃথক টেলিফোনে ব্লিনকেন বলেন, অঞ্চলটিতে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ রয়েছে। আঞ্চলিক পরিবহন এবং যোগাযোগ সংযোগে সহায়তার প্রস্তাব দেন ব্লিনকেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভবিষ্যত শান্তি আলোচনার জন্য সাক্ষাতে বসেন। ২০২০ সালের সেপ্টেম্বরে নাগোর্নো-কারাবাখ নিয়ে সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশ ৬ সপ্তাহের যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ নিহত হন। রাশিয়া-তুরস্কের মধ্যস্থতায় আর্মেনিয়া কয়েক দশক ধরে রাখা উপত্যকা নাগোর্নো কারাবাখ ছেড়ে দিতে রাজি হয়।

 

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন