সোমবার , ১০ জুলাই ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজও তালা কেন্দ্রীয় উদ্যানে !

Paris
জুলাই ১০, ২০১৭ ৩:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সকাল থেকে ফের দ্বিতীয় দিনেও চলছে রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারীদের আন্দোলন। এ নিয়ে আজও বন্ধ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। এ নিয়ে দর্শনার্থীরা পড়েছে বিপাকে। ফলে অনেকটাই হতাশ মনে বাড়ি ফিরতে হচ্ছে অনেক দর্শনার্থীদের। শুধু তাই নয় রাসিক হারাচ্ছে রাজস্ব।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানার সুপার ভাইজার আদুল খালেক সিল্কসিটিনিউজকে বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় কর্মীচারীরা তাদের নিজ নিজ কাজ করছেন। তবে মূল ফটকে তালা দেওয়া দর্শনার্থীরা ঢুকতে পাড়ছেনা ভেতরে।

তিনি আরো বলেন, এখন থেকে রাসিক প্রতিদিন প্রায় ৬০ হাজার টাকা আয় করে। এ বছর ঈদের পরে সাত দিন ২০ লাখ প্রায় ৪০ হাজার টাকা আয় হয়েছে। যা গত বছরের চেয়ে সাত রাখ টাকা বেশি। এভাবে বন্ধ থাকলে রাসিক হারাবে অনেক টাকা রাজস্ব। এখনে কর্মকর্তা-কর্মচারী মিলে ৬৫জন। তারা তাদের নিজেদের কাজ করছেন।

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে বসে থাকা আখি আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, গতকাল আমরা এসে একবার ঘুড়ে গেছে। আজও (সোমবার) বন্ধ। কি করার বাড়ি বা পদ্মার পাড়ে যেতে হবে।

তিনি আরো বলেন, তার স্বামী সিলেটে থাকে। শুক্রবার রাজশাহীতে এসেছেন। তাদের গত রোববার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বেড়ানোর কথা ছিল। কিন্তু না বেড়িয়ে বাড়িতে চলে যেতে হচ্ছে তাদের।  

বেলা সাড়ে ১২ টার দিকে কথা হয় নাহীদের নামের এক দর্শনার্থীর সঙ্গে। তারা সিল্কসিটিনিউজকে বলেন, তাদের বাড়ি নাটোর। পরিবারের তিন জন সদস্যকে নিয়ে একটি মাইক্রো ভাড়া করে এসেছেন। কিন্তু এসে দেখছেন চিড়িয়াখানা বন্ধ।

তিনি আরো বলেন, তার স্ত্রী রাজশাহীতেি একটি কলেজে পড়তে। স্ত্রীর সঙ্গে এসেছিলেন। পরিবারের সঙ্গে এসে দেখেন বন্ধ। তিনি বলেন, কোন দিন শুনিনি যে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানা বন্ধ থাকবে, এখানে এসে দেখলাম এই অবস্থা। বাড়ির অন্য সদস্যদের অনেক দিনের আসা ছিল তাই ভেতরে বেড়াবো।

এর আগে ১১ দফা দাবিতে গেল ১২ জুন কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই মানববন্ধনের পর গত ১৯ জুন তালা দিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছিল। ওই দিন আন্দোলনরত কর্মচারী ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হলে ৯ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। ফলে গতকাল সকাল থেকে তার সেই কর্মসূচি শুরু করে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা। নিজেদের ১১ দফা দাবি আদায়ে তারা রোববার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, গত ১২ জুন রাসিকের দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে নগরভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত করে। এসময় রাসিককের কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা সেই মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন।

 

স/আ

 

সর্বশেষ - রাজশাহীর খবর