আগুন নেভেনি, মার্কেটের দুটি অংশ ধসে পড়েছে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর গুলশানে ডিসিসি মার্কেটে লাগা আগুন এখনো নেভেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের সঙ্গে নৌবাহিনীর দুটি ইউনিটও যোগ দিয়েছে।

 

আগুনে মার্কেটের দুটি অংশ ধসে পড়েছে। মঙ্গলবার ভোরের দিকে মার্কেটের একাংশ ধসে পড়ে। পরে মার্কেটের আরো একটি অংশ ধসে পড়ে।

 

এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপপরিচালক দেবাশিষ বর্ধনকে প্রধান করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে সার্ভিসের পরিচালক মাসুদুর রহমানকে।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- তেজগাঁও ফায়ার সার্ভিসের স্টেশনের পরিদর্শক শরিফুল ইসলাম, তানহারুল ইসলাম ও সালাহ উদ্দিন। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ এই তথ্য জানিয়েছেন।

 

ফায়ার সার্ভিসের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, মার্কেটের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এক জায়গায় কিছুটা নিভলে অন্য দিকে আবার জ্বলে উঠছে। পানি ফুরিয়ে যাওয়ার পর নতুন করে পানি আনতে সময় লাগছে। যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

 

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিসিসি মার্কেটে আগুন লাগে। ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে মেয়র আনিসুল হক বলেছেন, মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনা।

 

 

 

 

 

সূত্র :রাইজিংবিডি