আগামী সপ্তাহ থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তার কারণে দেশে বর্তমানে বৃষ্টির প্রবণতা খুবই কম। দেশের উত্তরাঞ্চল বৃষ্টিহীন। এছাড়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়েছে। যেখানে সামান্য বৃষ্টি হচ্ছে সেখানেও তা কেটে গেলে দেখা দিচ্ছে অস্বস্তিকর গরম।

এ অবস্থায় মৌসুমি বায়ু সক্রিয় হলে আগামী সপ্তাহ নাগাদ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১১ জুলাই) সকাল নাগাদ আগের ২৪ ঘণ্টায় রংপুর এবং রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালী ও সিলেটে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় হলে ১৫ জুলাইয়ের পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে, গত কয়েকদিন ধরে রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এই মৃদু তাপপ্রবাহ পঞ্চগড় এবং শ্রীমঙ্গল অঞ্চলেও বিস্তৃত হয়েছে।

আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় জেলা ও শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

সুত্রঃ জাগো নিউজ