আগামী সপ্তাহে অযোধ্যা মসজিদ প্রকল্পের কাজ শুরু

বাবরি মসজিদের পরিবর্তে আযোধ্যায় প্রস্তাবিত মসজিদ প্রকল্পের নির্মাণকাজ আগামী সপ্তাহের মঙ্গলবার (২৬ জানুয়ারি) শুরু হবে। ভারতের উত্তর প্রদেশের ধন্নিপুর গ্রামে মসজিদ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি চলছে।

ভারতের দ্য ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) ট্রাস্ট জানায়, ‘আগামী ২৬ জানুয়ারিতে প্রজাতন্ত্রের দিবসে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে গাছের চারা রোপন  ও জাতীয উত্তোলনের কর্মসূচী নেওয়া হয়েছে।’

গতকাল রবিবার আইআইসিএফ-এর সেক্রেটারি আতহার হুসেইন গণমাধ্যমকে বলেছেন, ‘আইআইসিএফের এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে ভারতের প্রজাতন্ত্র দিবসে পালনের পাশাপাশি ধন্নিপুরের মসজিদ প্রকল্পের কাজ উদ্বোধন করা হবে।’

তিনি আরো বলেন, ‘মসজিদ প্রকল্পের আওতায় হাসপাতাল, জাদুঘর, গ্রন্থাগার, কমিউনিটি কিচেন, দ্য ইন্দো ইসলামিক কালচারাল রিসার্চ সেন্টার, প্রকাশনা প্রতিষ্ঠান ও মসজিদ।’

আইআইসিএফ-এর প্রধান জাফর আহমদ ফারুকি সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্টের ৯ সদস্যের সবাই অংশগ্রহণ করেন। বৈঠকে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

গত ১৯ ডিসেম্বর ধন্নিপুরের প্রস্তাবিত মসজিদের নকশা ও নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এর আগে ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড অযোধ্যার পরিকল্পনাধীন মসজিদ নির্মাণ করতে আইআইসিএফ প্রতিষ্ঠা করে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলার প্রায় ২৭ বছর পরে ওই মামলার রায় ঘোষণা করা হয়।

২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রামমন্দির নির্মাণের আদেশ দেন। একই সঙ্গে অযোধ্যাতেই বিকল্প কোনো স্থানে মুসলমানদের জন্য মসজিদ নির্মাণে ট্রাস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়।

 

সুত্রঃ কালের কণ্ঠ