আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল পাকিস্তান

গত বছরের ডিসেম্বরের শেষদিকে করোনাভাইরাস মহামারী শুরু হয়েছিল চীন থেকে। সেই দেশটি একে একে ১৭টি দেশের পেছনে পড়ে গেল।

বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যায় তাদের পেছনে ফেলেছে পাকিস্তানও। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ৪ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৬ হাজার ৯ জন।

চীনে ২৪ ঘণ্টায় মাত্র একজন আক্রান্ত হওয়ায় মোট রোগী ৮৩ হাজার ২২ জন। বিশ্ব তালিকায় পাকিস্তানের অবস্থান এখন ১৭তম।

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, আক্রান্তের তালিকায় শীর্ষে অবস্থান করছে সিন্ধুপ্রদেশ। এ পর্যন্ত সিন্ধুপ্রদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯১০ জন।

সিন্ধুর পরেই পাঞ্জাবপ্রদেশে করোনা রোগীর সংখ্যা সর্বোচ্চ। এ পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১০৪ জন। খাইবার পাখতুনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৯০ জন।

বেলুচিস্তানে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৫ হাজার ৪৫২ জন। রাজধানী ইসলামাবাদে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৪৪ জন।

এ ছাড়া গিলগিট-বালতিস্তানে ৮২৫ জন ও পাকনিয়ন্ত্রিত আজাদ-কাশ্মীরে এ পর্যন্ত ২৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে গত মঙ্গলবার পাকিস্তানের সিন্ধুপ্রদেশের এক মন্ত্রী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ডন। তার নাম গোলাম মুর্তজা।

বেলুচ সিন্ধুপ্রদেশের মানব ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী ছিলেন তিনি।

এমন পরিস্থিতিতে লকডাউনে কিছুটা কড়াকড়ি এনেছে বেলুচিস্তান প্রশাসন। সেখানে লকডাউনের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়ানো হয়েছে।

 

সুত্রঃ যুগান্তর