মঙ্গলবার , ২৯ জুন ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘আকরাম ভাই ব্যস্ত থাকেন, ব্যবসা আছে ওনার’, সুজনের বিতর্কিত মন্তব্য

Paris
জুন ২৯, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ণ

কয়েকমাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন সাকিব আল হাসান।

সেই বিতর্কের আগুনে ঘি ঢালেন মাশরাফি বিন মর্তুজাও। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন।

এবার আকরাম খানের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন বিসিবির আরেক পরিচালক ও এক সময়ের সতীর্থ খালেদ মাহমুদ সুজন।

আকরাম খানের দিকে সরাসরি আঙুল তুললেন জাতীয় দলের এ সাবেক তারকা।

ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যানের পদে থাকার পরও তাকে গুরুত্ব দেওয়া হয় না। কমিটির মিটিংয়েও তাকে অগ্রাহ্য করা হয়। কমিটির কোনো মিটিংয়েই ডাকা হয় না তাকে।

আকরাম খানসহ ক্রিকেট অপারেশন্স কমিটির বিরুদ্ধে এমন সব অভিযোগ আনলেন সুজন।

বাংলাদেশ দলে যুক্ত হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের নিয়োগ বিষয়ে কথা বলতে গিয়ে সোমবার সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দেন সুজন।

বলেন, ‘আমি এখনও ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আছি কি না এটাই নিশ্চিত নই। নামে আছি, কিন্তু আমার কোনো মিটিংয়ে থাকা হয় না। আমাকে ডাকাও হয় না। মাঝখানে দুই বছর ইমেইলই পাইনি। এখন অবশ্য মাঝেমধ্যে পাই।’

‘এ’ দল থাকতে কেন বাংলাদেশ টাইগার্স নামে ছায়া দল করতে হলো- সেই প্রশ্নও তুলেন খালেদ মাহমুদ।

সুজন জানালেন, আকরামের অন্য ব্যবসার কারণে মাঠে আসারই সময় পান না, যে কারণে ক্রিকেটাররাও পান না আকরামের দেখা। তাই এমনটা হচ্ছে।

বলেন, ‘আকরাম খানের সঙ্গে আসলে ক্রিকেটারদের সেরকম সম্পর্ক তৈরি হয়নি। বিসিবির পরিচালকদের কাজ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করা। খেলোয়াড়দের সঙ্গে হয়তো আকরাম ভাইয়ের সেভাবে দেখাও হয় না। কখন তিনি আসেন আবার বের হয়ে যান, জানি না। সব সময় যে আসেন তাও না। তিনি ব্যস্ত থাকেন, ব্যবসা আছে ওনার, এরপরও চেষ্টা করেন বিসিবিতে সময় দেওয়ার। সে কারণেই ক্রিকেটাররা দেখা পায়না তার। শ্রীলংকা সিরিজের পর তার সঙ্গে আমার দেখাই হয়নি।’

খেলোয়াড়দের সঙ্গে নিজের যোগাযোগ ভালো দাবি করে খালেদ মাহমুদ বলেন, ‘আমি মাঠের লোক মাঠে থাকি। মাঠেই থাকি। বোর্ডে যাই, সবার সঙ্গেই আমার দেখা হয়। বোঝাপড়াটাও ভালো এ কারণে।’

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা